মুক্তাগাছায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৬ পূর্বাহ্ণ
ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার লেংরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত চালক ও হেলপারের পরিচয় এখনো পাওয়া যায়নি।
মুক্তাগাছা থানার ওসি মো. আলী মাহমুদ জানান, উত্তরবঙ্গ থেকে ময়মনসিংহ শহরগামী একটি ট্রাক ঘটনাস্থলে এলে নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি খাদে পড়ে চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।