শ্যামনগরে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০১ পূর্বাহ্ণ
সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে মুনসুর রহমান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের বাকাল ইসলামপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মুনসুর শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ভোরে শহরের বাকাল ইসলামপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে মুনসুর নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।