• ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

ইয়াবাসহ ইন্টার্ন চিকিৎসক আটক

ইয়াবাসহ ইন্টার্ন চিকিৎসক আটক

বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৩ পূর্বাহ্ণ

বরিশাল: বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল থেকে ৫২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কলেজের এফএম নূর উর রফি ইন্টার্ন হোস্টেলে কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযান চালায় পুলিশ।

এ সময় হোস্টেলের তৃতীয় তলার ৩০৩নং কক্ষ থেকে ৫২০পিস ইয়াবাসহ রিফাত খান রন্টি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পাশাপাশি দুটি চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় সেখান থেকে।

বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল জানান, হোস্টেল থেকে ৫২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। তাছাড়া আটককৃতর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হোস্টেলে যান তিনি। এর পর ৩০৩নং রুমে অবৈধ একজনের উপস্থিতি দেখে তিনি পুলিশে খবর দিলে পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে।

মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, মাদক গ্রহণ বা ব্যবসার সঙ্গে হোস্টেলের ইন্টার্ন চিকিৎসকরা জড়িত কিনা তা তদন্তের পর বলা যাবে।