• ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক প্রশিক্ষণ

বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১০ পূর্বাহ্ণ

গত ০৮.০৩.২০২০ থেকে ১০.০৩.২০২০ইং তারিখ পর্যন্ত ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের পক্ষ হতে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল চিকিৎসক ও নার্সদের জন্য তিন দিনের প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ উদ্বোধন করেন ডা: মোহাম্মদ ইমতিয়াজ (সিভিল সার্জন কাম সুপারিনটেনডেন্ট), নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং ডা: মো: আসাদুজ্জামান (রিসিডেন্ট মেডিক্যাল অফিসার), নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল।

এই প্রশিক্ষণে ০২জন চিকিৎসক ও ২০জন নার্স উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল-এর চিকিৎসক ও নার্সদের মাঝে প্যালিয়েটিভ কেয়ারের সচেতনতা গড়ে তোলা। এই প্রশিক্ষণে যে সকল বিষয় আলোচনা করা হয় (১) প্যালিয়েটিভ কেয়ার কি? (সহকারী অধ্যাপক ডা. মোস্তফা কামাল চৌধুরী আদিল), (২) যোগাযোগ ও দু:সংবাদ (ডা. সৈয়দা শারমিন কাদের), (৩) নারায়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার (মো: সাইফুল হক), (৪) ক্যান্সার ও অন্যান্য রোগ (ডা. মাস্তুরা কাশ্মেরী), (৫) ক্ষত পরিচর্যা এবং ত্বকের যত্ন (আরিফা আনজুম), (৬) নার্সিং ইস্যু এন্ড প্যালিয়েটিভ কেয়ার (লায়লাতুল ফেরদৌস), (৭) আধ্যাত্মিক বিষয়সমূহ (শফিকুজ্জামান সৈকত)।

‘‘অনেক বছর ধরে ডাক্তারী পেশায় থাকার পরও প্যালিয়েটিভ কেয়ার সর্ম্পকে বিশেষ জ্ঞান ছিল না ও এ বিষয়ে অনেক জানার আগ্রহ ছিল অনেক কিন্তু আজ এ বিষয়ে জানার পর মনে হলো নারায়ণগঞ্জ-এ নিরাময় অযোগ্য ও অসহায় রোগীদের জন্য কিছু করার সুযোগ রয়েছে এবং নারায়ণগঞ্জে সকল চিকিৎসক ও নার্সদের প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে অব্শ্যই জানা প্রয়োজন ’’- বলেছিলেন, ডা: মোহাম্মদ ইমতিয়াজ (সিভিল সার্জন কাম সুপারিনটেনডেন্ট), নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ।

প্রশিক্ষণের প্রথম ও দ্বিতীয় দিন আয়োজন করা হয় চ্যারিটি শপের। এই চ্যারিটি শপ-এ প্যালিয়েটিভ কেয়ার সহকারিগণ বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করে ও বিক্রয় করেন এবং এই হস্তশিল্প হতে বিক্রয়লব্ধ অর্থ হতদরিদ্র রোগীদের চিকিৎসা সেবায় ব্যবহার করা হয়. উক্ত প্রশিক্ষণটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন অধ্যাপক ডা: নিজামউদ্দিন আহমদ (প্রজেক্ট লিড) ও মো: জুলহাস উদ্দিন (প্রজেক্ট ম্যানেজার)।উক্ত অনুষ্ঠানটি স্বার্থক করতে সহায়তা করেন মো: সাইফুল হক সাইফ (কো-অর্ডিনেটর), শফিকুজ্জামান সৈকত (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট), মো: কামরুল ইসলাম (হিসাব রক্ষক), মো: আনিসুর রহমান (এডমিন অ্যাসিস্ট্যান্ট), (প্যালিয়েটিভ কেয়ার সহকারি আরিফা আক্তার, বৃষ্টি রানী, লামিয়া আক্তার, লিজা আক্তার, মেহেদুল হাসান, মৌসুমি আক্তার, মুনিয়া আক্তার, নাদিয়া সুলতানা, সুরাইয়া আহমেদ চৌধুরী ।

'মমতাময় নারায়ণগঞ্জ' প্রকল্পটি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (NCC), ওয়ার্ল্ড ওয়াইড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স (WHPCA), ইউকে এইড (UK AID) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ–এর যৌথ সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নিরাময় অযোগ্য জীবন সীমিত রোগে আক্রান্ত রোগীদের যন্ত্রণা ও ভোগান্তি লাঘবে পরিচালিত হচ্ছে। পৃথিবীতে বর্তমানে নিরাময় অযোগ্য রোগ বিস্তার লাভ করছে, এ ধরনের নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত মানুষ ও তাদের পরিবারের সেবা সর্ম্পকে বিজ্ঞান সম্মত সার্বিক সেবার নামই প্যালিয়েটিভ কেয়ার।

নির্দিষ্ঠভাবে রোগ নিরাময়ের কোন চিকিৎসা না থাকলেও কষ্ট বা ভোগান্তি কমানোর অনেক উপায় আছে। এইসব রোগীর কষ্ট বা ভোগান্তি কমিয়ে রোগী ও তার পরিবারে জীবনের মান বাড়ানোর উদ্দেশ্যে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে ২০১৮ থেকে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ কাজ করে যাচ্ছে।