• ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ে ফুলদী বাগেরপাড়ায় স্বামী স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছেলে পক্ষের দুইজন আহত।

সোনারগাঁয়ে ফুলদী বাগেরপাড়ায় স্বামী স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছেলে পক্ষের দুইজন আহত।

বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৩ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন এর ফুলদী বাগের পাড়ায় গত ৩০ জুলাই স্বামী শাহীন ও স্ত্রী শাকিলার মাঝে পারিবারিক কিছু কারন নিয়ে কথা কাটাকাটি হয়। রাতের বেলা স্ত্রী শাকিলা তার ১ বৎসর এর ছোট ছেলেকে রেখে পাশের পাড়ায় তার বাপের বাড়ি চলে যায়। পরদিন ৩১ জুলাই রোজ বৃহস্পতিবার শাকিলা ও তার বাবা ফাকা বাসা পেয়ে শাহীন এর ঘর থেকে টাকা পয়সা গহনাপত্র এবং পালের গরু নিয়ে যেতে চায়। খবর পেয়ে শাহীন এর মা এবং চাচীরা আসলে শাকিলার বাবা দেলোয়ার তাদের উপর হাত তুলে। এমন অবস্থায় শাহীন এর এক ছোট ভাই এর সাথে ধাক্কা লেগে শাকিলার মা একটু ব্যাথা পান।

এরপর শাকিলা ও তার বাবা দেলোয়ার শাহীন এর ঘরের সব মালামাল নিয়ে যায়। শাহীন এর বাবা আব্দুল করিম এলাকার মাতব্বরদের কাছে বিচার দেন। তাহারা বিচার করার আগেই আবার ঈদের দিন বিকাল চারটা য় শাকিলার বাড়ি থেকে কয়েকজন এসে শাহীনের বাসায় লুটপাট শুরু করে বাসায় থাকা মহিলারা বাধা দিলে তাদের উপর এলোপাথারি মারধর শুরু করেন। প্রত্যেক এর হাতে ধারালো অস্ত্র এবং রড ছিলো। ঝগড়ায় উপস্থিত থাকা শাহীন এর চাচী শাহানাজ জানান শাকিলার বাড়ি থেকে ১, গিফারি(৩৫) , ২,রোকন(৪০) উভয় পিতা মৃত আঃ মান্নান ৩,মোস্তাকিন (৩০) পিতা, সামছুল হক, ৪,দেলোয়ার(৫৮), ৫, সেরাজুল(৫৫) উভয় পিতা মৃত শুক্কুর আলি, ৬,ফারুক, পিতা সেরাজুল, ৭,হানিফ,পিতা মান্নান সর্বসাং বাগেরপাড়া,থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ সহ আরো অগ্গাতনামা ৪/৫ এসে লুটপাট করেন।

শাহানাজ আরো জানান বিবাদীরা উল্লেখ্য ৭ টি ঘরের দরজা,জানালা,আলমারি, সুকেইছ, টিভি সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করিয়া প্রায় ১০০০০০ টাকা ক্ষতি সাধন করেন। বিবাদিগন যৌথভাবে অামার ঘরে প্রবেশ করিয়া অামার অালমারি সোকেস এর লক ভাঙ্গিয়া অালমারি ও সোকেস হইতে নগদ ১৫০০০০ টাকা ও ২ ভরি স্বর্নলংকার মূল্য ১২০০০০ টাকা, ভাসুর অাসাবুদ্দিন এর ঘরের অালমারি ও সোকেস এর লক ভাঙ্গিয়া নগদ ৭০০০০ টাকা ও ০১.৫০ ভরি স্বর্নালংকার মূল্য ৯০০০০ টাকা এবং ভাসুর অাব্দুল মতিনের ঘরের অালমারি ও সোকেস এর লক ভাঙ্গিয়া নগদ ৩০০০০ টাকা ও ০১.৫০ ভরি স্বর্নলংকার মূল্য ৯০০০০ টাকা নিয়া যায়।

এমতাবস্থায় অামাদের ডাক চিৎকার শুনিয়া অাশেপাশের লোকজন অাগাইয়া অাসিলে উল্লেখিত বিবাদীগন অামাদের ভয়ভিতি সহ প্রাননাশের হুমকি দিয়ে চলিয়া যায়। স্থানীয় লোকজন ও অাত্মীয়স্বজনদের সহযোগীতায় অামার জ্ব্যা ও ভাসুরের ছেলেকে সহ অামরা সবাই চিকিৎসার জন্য সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল অাসিয়া চিকিৎসা গ্রহন করে। চিকিৎসা চলাকালে অামার জ্ব্যা রেহেনা ও ভাসুরের ছেলে বাবুর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল রেফার্ঢ করেন। তাহারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হইয়া চিকিৎসাধীন অাছেন।