• ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ে কৃষকের জমিতে কাটতে শুরু করেছেন পাকা ধান

সোনারগাঁয়ে কৃষকের জমিতে কাটতে শুরু করেছেন পাকা ধান

শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১, ১০:৫৫ অপরাহ্ণ

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বাংলার প্রতিটি মাঠে যেনো ভরে উঠে সোনালী ধানে। বাংলার প্রতিটি মানুষই আনন্দে ভরে উঠে যখন তাদের মাঠ ভরে যায় সোনালী ধানে। ঠিক তেমনি ভাবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কৃষকরা যোগাযোগ মাধ্যমকে যানান তাদের এই আনন্দের অনুভূতি। প্রতিটি কৃষকেরই তাদের জমির ধান দেখে মন ভরে উঠে।

তারা আরও জানান গত মৌসুমের তুলনায় এই মৌসুমে ফসল উৎপাদন অনেক ভালো হয়েছে। প্রতিটি কৃষক বলেন এবার তারা গোলা ভরে ফসল বাসায় নিয়ে যেতে পারবেন বলে আশাবাদী। কৃষকের হাসিতে যেনো হাসে বাংলার প্রকৃতি। আর প্রকৃতিকে ঘিরেই বাংলার প্রাণ।