৭ নভেম্বরের চেতনা ও ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লব একসূত্রে গাঁথা- সজীব
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ণফয়সাল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব বলেছেন, ৭ নভেম্বরের চেতনা ও ছাত্র-জনতার ৫ আগস্টের বিপ্লব একসূত্রে গাঁথা। তিনি বলেন, এবারের ৭ নভেম্বর আমরা এমন একটা পরিস্থিতিতে, এমন একটা সময়ে উদযাপন করছি যখন আধিপত্যবাদবিরোধী ছাত্র-জনতা একটি গণবিপ্লব সংগঠিত করেছে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মোগড়াপাড়া চৌরাস্তায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সৈনিক ও জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। সরকার-পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিস্থিতিতে এ বছর আড়ম্বরে দিবসটিকে উদযাপন করেছে বিএনপি। দিবসটিকে উদ্দেশ্য করে ইতিমধ্যে ঘোষিত হয়েছে ১০ দিনের কর্মসূচিও। সারা দেশে জিয়াউর রহমানের কর্মকাণ্ডের পরিচিতিমূলক প্রচারণাকে প্রাধান্য দিয়ে এই উদযাপন করছে বিএনপি।