সোনারগাঁয়ে সরকারী কলেজে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু ও আহত এক
সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারী কলেজে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমির হোসেন (৫৫) নামে এক ইলেকট্রিশিয়ানের করুন মৃত্যু হয়েছে। এ সময় শরীফ (৫০) নামে আরো একজন ইলেকট্রিশিয়ান আহত হয়। আহত শরীফকে মুর্মূর্ষ অবস্থায় চিকিৎধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত আমির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। মৃত আমির হোসেন সৌদি আরব প্রবাসী ছিলেন। গত এক বছর পূর্বে তার ছোট মেয়ে মারা যাওয়ার পর সৌদি আরব থেকে বাড়িতে চলে এসে শরীফের সাথে ইলেকট্রনিকের কাজ করত। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ৩টার দিকে সোনারগাঁ সরকারী কলেজে একটি বিকল বৈদ্যুতিক মটর মেরামত করতে শরীফ ও আমির হোসেন নামের ২জন ইলেকট্রিশিয়ান যায়। এ সময় সোনারগাঁ সরকারী কলেজের বিজ্ঞান ভবনের একটি রুমে কাজ করা কালিন অসতর্কতার কারণে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আমির হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় শরীফ নামে আরো একজন আহত হন। পরে এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যা মারাত্মক আহত শরীফকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে সোনারগাঁয়ে সরকারী কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল কালাম জানান আমাদের কলেজের সকল ইলেকট্রনিক কাজ শরীফ ও আমির হোসেন দুজনেই করে থাকে। আমির হোসেনের মৃত্যুতে আমরা শোকাহত। কলেজ পরিবার সব সময় মৃত আমির হোসেনের পরিবারের পাশে থাকার চেষ্টা করবো। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান ইলেকট্রিশিয়ান আমির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।