এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন আতাউর রহমান।
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ
নিজস্ব সংবাদদাতা:: ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান আতাউর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ‘যেসব শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছো আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আর যারা উত্তীর্ণ হতে পারোনি তাদের ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুনরায় প্রস্তুতি নেওয়ার আহবান জানাচ্ছি। তোমরা তোমাদের মেধা-মননের সবটুকু উজাড় করে দিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। মহান আল্লাহ তোমাদের সবার সহায় হোন’।