• ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

মোতালেব মেম্বার ও যুবদল নেতা শাহাদাত এর নেতৃত্বে রেজাউল করিমের জনসভায় নেতাকর্মীর ঢল

মোতালেব মেম্বার ও যুবদল নেতা শাহাদাত এর নেতৃত্বে রেজাউল করিমের জনসভায় নেতাকর্মীর ঢল

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল শোডাউনের মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম। রোববার বিকেলে সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রঙিন ব্যানার-ফেস্টুন, শ্লোগান আর হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রা শেষে উপজেলা সংলগ্ন শহীদুল্লাহ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় এক জনসভা। সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর। প্রধান অতিথি অধ্যাপক রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সবসময় পাশে থেকেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলের নাম ভাঙ্গিয়ে যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, মোক্তার হোসেন মিন্টু প্রমুখ।