• ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

পিরোজপুরে ৭টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

পিরোজপুরে ৭টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ণ

পিরোজপুরের চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন। এসময় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদউত্তীণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ ও সৌদিপ্রবাসী হাসপাতাল ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাশে দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া স্কয়ার ডায়াগনিস্টক সেন্টার, মাডায়া ডাগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনিস্টক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এর মালিককে মোট এগারো হাজার টাকা করে অর্থদন্ডাদেশ দেয় আদালত। এছাড়া মডার্ন ডায়াগনস্টিক সেন্টার,নূর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার,সৌদি প্রবাসী ডায়াগনস্টিক,নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার,আইকন মেডিক্যাল সেন্টার,সিটি ডায়াগনস্টিক সেন্টার এর কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে পালিয়ে গেলে ওই সাতটি প্রতিষ্ঠান সিলগালা করে দেয় আদালত। এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, ডায়াগনস্টিক সমিতিকে পূর্বে অবহিত করে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে গা ঢাকা দেয়। এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য সেবায় কোনও অনিয়ম বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।