• ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ে সহপাঠী ‘মীম হত্যায় ফাঁসি’র দাবিতে সহপাঠীদের বিক্ষোভ ও মানববন্ধন

সোনারগাঁয়ে সহপাঠী ‘মীম হত্যায় ফাঁসি’র দাবিতে সহপাঠীদের বিক্ষোভ ও মানববন্ধন

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ

সোনারগাঁ সরকারি কলেজের অনার্স (২০২৪-২৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম (২২) হত্যার ঘটনায় জড়িত স্বামী রায়হান গংদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি উপজেলা সদরের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে মানববন্ধনে রূপ নেয়। এ সময় শিক্ষার্থীরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। জানা গেছে, পরিবারের অমতে প্রায় দুই বছর আগে ভালোবেসে রায়হানকে বিয়ে করেন সায়মা আক্তার মীম। বিয়ের পর তারা সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া দমদমা আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গত ১০ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মীম। চার দিন পর ১৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার কাইকারটেক সেতুর নিচের ঝোপঝাড় থেকে স্কচটেপে মোড়ানো একটি বস্তার ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, হত্যার পর লাশ বস্তায় ভরে ঝোপে ফেলে রাখা হয়। নিহতের স্বামী রায়হানকে ওই দিনই গ্রেপ্তার করা হয়। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন। নিহত মীম পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সহপাঠীরা জানান, প্রেম করে বিয়ে করলেও মীমের জীবন শেষ হয়েছে নির্মমভাবে। তারা মীম হত্যার দ্রুত বিচার ও ঘাতক রায়হানের ফাঁসি কার্যকরের দাবি জানান।