• ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

গজারিয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

গজারিয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:০১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ইমামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩৩টি সেলাই মেশিন, ৫টি হুইলচেয়ার এবং ৩০জনকে নগদ অর্থ বিতরণ করা হয়। গজারিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মোতাহার হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। প্রধান বক্তা ছিলেন রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান।অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন। প্রধান বক্তা রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান বলেন, ‘দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর্থিক ও যান্ত্রিক সহায়তার মাধ্যমে তাদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম করা উচিত।’ প্রধান অতিথি কামরুজ্জামান রতন তার বক্তব্যে বলেন, ‘মানুষকে উন্নয়নের মূল কেন্দ্রে রেখে সমাজে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি সবসময় সমাজের দুর্বল ও অবহেলিত মানুষদের পাশে রয়েছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো. মাসুদ ফারুক, প্রফেসর গিয়াসউদ্দিন আহম্মেদ, ইসহাক আলী (চেয়ারম্যান), জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং জেলা যুবদলের সদস্য সচিব মুজাম্মেলহক মুন্না। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা যুবদলের বিভিন্ন নেতা ও সাবেক নেতা ও ছাত্রদলের আহ্বায়ক মিজান প্রমুখ।