• ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনকল্যাণ সমিতির উদ্যোগে দোয়া মাহফিল।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনকল্যাণ সমিতির উদ্যোগে দোয়া মাহফিল।

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনকল্যাণ সমিতির উদ্যোগে দোয়া মাহফিল। নারায়ণগঞ্জ প্রতিনিধিঃসজীব হোসেন। সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭(ডিসেম্বর)রবিবার জনকল্যাণ সমিতির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লি,ব্যবসায়ী,শিক্ষক, স্থানীয় সুধীজনসহ নানা পেশার মানুষ অংশ নেন।দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাতগ্রামের ইমামগণ। দোয়া মাহফিলে জনকল্যাণ সমিতির হলরুমে ছিলো শান্ত-গম্ভীর পরিবেশ। দেশের সর্ববৃহৎ বিরোধী দলের এই শীর্ষ নেত্রীর শারীরিক সুস্থতাকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যেও সমবেদনা ও দোয়া প্রার্থনার মনোভাব লক্ষ্য করা যায়। দোয়া মাহফিলের জনকল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান বলেন,"দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অটল মোমবাতি। তাঁর অসুস্থতা দেশের জনগণকে মর্মাহত করেছে,আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াবেন- এটাই আমাদের প্রার্থনা।" তিনি আরও বলেন,"আমরা শুধু দলীয় নেত্রী নয়,জাতির এক অভিভাবকের সুস্থতার জন্য দোয়া করছি।দেশনেত্রীর সুস্থতা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।" দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি,রাজনৈতিক স্থিতিশীলতা এবং সকল অসুস্থ নেতাকর্মীর আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা।