• ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

মানবাধিকার দিবসে সচেতনতা ও নৈতিক সাহস গড়ে তুলতে আহ্বান

মানবাধিকার দিবসে সচেতনতা ও নৈতিক সাহস গড়ে তুলতে আহ্বান

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

মানবাধিকার দিবসে সচেতনতা ও নৈতিক সাহস গড়ে তুলতে আহ্বান মানবাধিকার দিবসকে কেন্দ্র করে সচেতনতা, ন্যায়বোধ ও নৈতিক সাহস গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। বক্তারা বলেন, একটি সভ্য সমাজ গড়ে ওঠে তখনই, যখন নাগরিকেরা শুধু নিজের অধিকার নয়—অন্যের অধিকারকেও সমান গুরুত্ব দিয়ে সম্মান করে। তাঁরা উল্লেখ করেন, একজন মানুষের চোখের জল কোনো পরিসংখ্যান নয়; বরং তা একটি জাতির বিবেককে নাড়া দেয়। অন্যায়ের বিচার শুধু রাজনৈতিক ঘটনাপ্রবাহ নয়—এটি একজন মানুষের জীবনের গভীর যন্ত্রণা। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যখন সমাজে স্বাভাবিক হয়ে ওঠে, তখন সেই সমাজ দ্রুত অমানবিকতার দিকে ধাবিত হয়। বিপরীতে মানবিকতা যত শক্তিশালী হয়, অধিকার তত সুরক্ষিত থাকে। মানবাধিকার দিবসকে শুধু একটি তারিখ না ভেবে মানবিকতার পরীক্ষার দিন হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়। বলা হয়, পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের ওপর নিপীড়ন মানে তা প্রতিটি মানুষের প্রতি আঘাত, কারণ মানবাধিকার সর্বজনীন—সীমান্ত, ধর্ম, বর্ণ বা রাজনীতির ঊর্ধ্বে। বক্তাদের মতে, সভ্যতার অগ্রগতি তখনই অর্থবহ, যখন তা মানুষের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাধীন জীবন নিশ্চিত করে। উন্নয়নের প্রকৃত মূল্য তখনই পাওয়া যায়, যখন মানুষ ভয়হীনভাবে কথা বলতে পারে, ন্যায়বিচারের আশায় আদালতে যেতে পারে এবং নিজেকে সম্পূর্ণ মানুষ হিসেবে অনুভব করতে পারে। মানবাধিকার প্রতিষ্ঠা মানে শুধু নির্যাতন থেকে রক্ষা নয়—এটি এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে সবাই সমান, সম্মানিত ও স্বাধীন। এ ধরনের সমাজই টেকসই উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি। মানবাধিকার দিবসে সকলের প্রতি আহ্বান জানানো হয়—রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিগত জীবনে মানবাধিকারকে নীতি হিসেবে গ্রহণ করার। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সত্যের পাশে থাকা এবং দুর্বল মানুষের সুরক্ষা নিশ্চিত করার নৈতিক সাহসই মানবাধিকার রক্ষায় সবচেয়ে কার্যকর শক্তি। তাঁদের মতে, প্রতিটি মানুষ মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী, এবং মানুষের মর্যাদা রক্ষা মানেই মানবতার মর্যাদা রক্ষা। শেষবারের মতো মনে করিয়ে দেওয়া হয়—মানবিক পৃথিবী গড়ার সংগ্রামে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে, এবং সামান্য সাহসও বড় পরিবর্তন ঘটাতে পারে।