রাতে ডিসির শীতবস্ত্র বিতরণ
বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৫ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশানক ড. কে এম কামরুজ্জামান সেলিম ও সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন শীতের তীব্রতাকে উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন।
শুক্রবার রাত ১০টায় হরিজন সম্প্রদায়ের মধ্যে ৮০ টি কম্বল বিতরণ করেছেন তারা। এ সময় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত ডিসি নুর কুতুবুল আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে তারা জানায়, রাতে হঠাৎ ডিসির গাড়ি থেকে আমরা চমকে গিয়েছিলাম। পরে দেখি তিনি কম্বল নিয়ে এসেছেন। এই প্রথম তারা বাড়িতে এসে শীতবস্ত্র দিয়ে গেলেন।
এদিকে ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বেড়েছে। দিনের বেলায় সামান্য রৌদ্র থাকলেও সন্ধ্যার পরই ক্রমশ বাড়তে খাকে শীত। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে শীতের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

