• ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

রংপুরে পরিচ্ছন্নতা কর্মী খুন, আটক ৪

রংপুরে পরিচ্ছন্নতা কর্মী খুন, আটক ৪

বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৬ পূর্বাহ্ণ

রংপুর: রংপুরে মনারুল ইসলাম নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নগরীর মুন্সিপাড়া দোলাপাড়া এলাকার মৃত আশেক আলীর ছেলে মনারুল ইসলাম (২৬) রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভ্যন্তরীণ কোন্দলের জেরে মনারুলের প্রতিপক্ষরা তাকে কেরামতিয়া মসজিদের দক্ষিণ পাশে মারপিট করে ফেলে রেখে যায়। এ সময় এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত দেড়টার দিকে মনারুল মারা যান। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আটকদের নামে জুয়া খেল ও মাদকসেবনের অভিযোগ রয়েছে।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) রাফিউল আজম বসুনিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপার মনারুলের স্বজনদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।