সোনারগাঁয়ের মায়াদ্বীপে ২৬টি সংঘঠন নিয়ে ইউএনও সাইদুল ইসলামের বৃক্ষরোপণ।
বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১২ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় মেঘনা নদী চারদিকে বেষ্টিত চরাঞ্চল নুনেরটেকের মায়াদ্বীপে ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে সাড়ে ৭ শত বৃক্ষ রোপন করেছে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। গতকাল শনিবার সকালে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের মায়াদ্বীপে ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় দেড় শতাধিক স্বেচ্ছাসেবকরা এ বৃক্ষ রোপন করেন। জানা গেছে, প্রাকৃতিক লীলাভূমি মায়াদ্বীপের পূর্বে মেঘনা উপজেলা, পশ্চিম দক্ষিনে সোনারগাঁও উপজেলা ও উত্তরে আড়াইহাজার উপজেলা।
সোনারগাঁ উপজেলা থেকে প্রায় ৭ কিলোমিটার নদী পথ পেরিয়ে নুনেরটের মায়াদ্বীপে যেতে হয়। নুনেরটেকের প্রকৃতিক সৌন্দর্য্য বৃদ্ধি ও বালু সন্ত্রাসীদের তান্ডব থেকে নুনেরটেককে রক্ষা করতে সাড়ে ৭ শত বৃক্ষ রোপন করেছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠননের মাধ্যমে এ বৃক্ষ রোপন করা হয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘ সময় ধরে নুনেরটেক এলাকার বালু সন্ত্রাসীদের বালু উত্তোলনের ফলে বিস্তৃর্ণ এলাকায় বিলীন হয়ে গেছে। যতটুকু আছে বালু সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে হলে প্রশাসনের নজনদারীর বিকল্প নাই। তাই বৃক্ষরোপন করে রক্ষানাবেক্ষন করে এ দ্বীপটি রক্ষা করতে পারলেই সোনারগাঁয়ের পর্যটকদের আকর্ষণ করবে এ দ্বীপ।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, নুনেরটেক মায়াদ্বীপ অপার সৌন্দর্য্যরে লীলাভূমি। এর সৌন্দর্য্য কিভাবে আরো বাড়ানো যায় সেই লক্ষ্যে সোনারগাঁওয়ের ২৬ টি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের ডাকে সাড়া দিয়ে এ বৃক্ষ রোপন করা হয়।