সোনারগাঁয়ে ভাতিজার হাতে চাচা খুনের প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব ১১
শনিবার, ১৩ জুলাই ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি পূর্বপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার (৫ জুলাই) দুই ভাইয়ের ঝগড়া মিমাংসা করতে গিয়ে ভাই ভাতিজাদের লোহার পাইপের আঘাতে চাচা নাসির উদ্দিন খুন হন। খুনের ঘটনার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১’র একটি দল। শুক্রবার (১২ জুলাই) ডেমরা ডগাইর পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।