সোনারগাঁয়ে রাতের আধারে বিএনপির বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ণ
সোনারগাঁও পিরোজপুরে রাতের আধারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত বিএনপির দুই শীর্ষ নেতার বিশালাকার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের পোস্টার, ব্যানার ও বিলবোর্ড ছেঁড়া হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর গভীর রাতে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগর ফুটওভার ব্রিজে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফুল আলম আশরাফ প্রধানের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এছাড়া নারায়ণগঞ্জ -৩ (সিদ্ধিরগঞ্জ - সোনারগাঁ) আসনের বিভিন্ন স্থানেও একই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।