একই অঙ্গের কতরুপ! মাসুম রানা তুমি কার?
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ অপরাহ্ণ
নিউজ ডেস্কঃ তার নাম মাসুম রানা বিগত ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগের দোসর পিরোজপুর ইউনিয়নের সাবেক রাতের ভোটের চেয়ারম্যান, রাজাকারের নাতি ও নারী লোভী মাসুদুর রহমান মাসুমের আস্থাভাজন ছিলেন। গত ইউপি নির্বাচনের আগে মাসুম রানা নিজেকে চরমোনাই পীরের মুরিদ দাবী করে মাসুমের বিপক্ষে নির্বাচন করার ঘোষনা দেওয়ার পর মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান তাকে বিভিন্ন মামলায় ফাসিয়ে দেয়। এর পর ভন্ড মাসুম রানা গত ৫ আগষ্ট ফ্যাসিবাদ স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সোনারগাঁও উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় কয়েককোটি টাকা খরচ করে চরমোনাই ছেরে বিএনপিতে যোগ দেন। গত ৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়েত ইসলাম এর নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে সংসদসদস্য প্রার্থী প্রিন্সিপাল ডাঃ ইকবাল হোসেন ভুঁইয়ার পিরোজপুর ইউনিয়ন জামায়েত ইসলাম এর এক মত বিনিময় সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে জামায়েত ইসলামের পক্ষে বক্তব্য রাখেন মাসুম রানা। গত ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর সুচতুর মাসুম রানা সোনারগাঁও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ফুল দিয়ে স্বাগত জানিয়ে নিজেকে বিএনপি ত্যাগি নেতা বলে জাহির করছে। ক্ষমতালোভী মাসুম রানার সাম্প্রতিক এসব কার্যক্রম দেখে সোনারগাঁ উপজেলা ইসলামি আন্দোলন ও জামায়েত ইসলাম এর নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পিরোজপুর ইউনিয়ন ও সোনারগাঁও উপজেলা বিএনপির ত্যাগি নেতাকর্মীদের একই কথা মাসুম রানা তুমি কার? একই অঙ্গে তোমার কতরুপ।