সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ২২ ছাত্রী অসুস্থ
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ণ
সোনারগাঁও নারায়ণগঞ্জ : সোমবার (১৯ মে) সকাল ১১ টায় দশম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে বমি করলে তারপর থেকেই একই শ্রেণীকক্ষে ২০জন ছাত্রী অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ছাত্রীদের মধ্যে অসুস্থতা ছড়িয়ে পরলে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ৬জন ছাত্রীর অবস্থা আশংকাজনক হাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অসুস্থ হয়ে হাসপাতালে আসা অন্যান্য ছাত্রীদের কে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। তাদের কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।