• ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ে ১৪ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

সোনারগাঁয়ে ১৪ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ০৯:০৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ দীর্ঘ ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছে আলআমিন(১০) নামের এক মাদ্রাসা ছাত্র। সে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের ৪নং কবির হোসেন ছেলে। কাঁচপুর মেম্বার গলি ইঞ্জিনিয়ার বাড়ীর ভাড়াটিয়া কবির হোসেন। এ ঘটনায় নিখোঁজ আল আমিনের মাতা বাদি হয়ে ২২জুন সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছে। দায়েরকৃত অভিযোগের সুত্রে জানা গেছে,  আলামিন সোনারগাঁ থানাধীন কাঁচপুর মেম্বার গলি জামিয়া ইব্রাহিম মিয়া মহিলা মাদ্রাসায় পড়াশুনা করে। ১৮/০৬/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় উক্ত মাদ্রাসায় দিয়ে আসে আল আমিনের মা। দুপুর অনুমান ০২.৪৫ ঘটিকার সময় উক্ত মাদ্রাসার মুহতামিম হুজুর সেকেন্দার আল আমিনের মার মোবাইল ফোনে ফোন করিয়া জানায় যে, আপনার ছেলে মাদ্রাসায় নাই। তারপর আলআমিনের মা দ্রুত মাদ্রাসায় আসে। কিন্তু তার ছেলেকে পাই না। তখন থেকে আল আমিনকে  বিভিন্ন স্থানে খোজাখুজি করি। কিন্তু অদ্যাবধী ছেলের কোন সন্ধান পাওয়া যায় নাই। তার ছেলের গায়ের ফর্সা, উচ্চতা অনুমান ০৩ ফুট, গায়ে চকলেট কালারের পাঞ্জাবী আছে। আমার ছেলেকে বিভিন্ন স্থানে খোজাখুজি করিয়া পাওয়া যায় নাই। কেউ ছেলেটির সন্ধান পেলে ০১৩১৫-০৯৩৩৫৬,০১৯৪৩-৯৬৮৯৬২ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধানে বিভিন্ন স্থানে সোর্স সৃষ্টি করা হয়েছে। আসলে কি নিখোঁজ, নাকি আত্মগোপন করে আছে, এনিয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন।