নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ শাহজালাল
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ শাহজালাল নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নিচ্ছেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব জনগণের মাঝে তুলে ধরেন এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। মোহাম্মদ শাহজালাল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিজয় নিশ্চিত করা জরুরি।” তিনি আরও বলেন, তরুণ সমাজ ও ছাত্রদল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

