• ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ণ

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার(২৭জানুয়ারি)বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়। শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি'র প্রবীণ নেতা মোতালেব(মেম্বার) ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাহাদাত প্রধানের নেতৃত্বে নেতাকর্মীরা ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। প্রচারকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। শাহাদাত প্রধান বলেন,দেশের মানুষ আজ গণতন্ত্র,ভোটের অধিকার ও ন্যায়ের জন্য ধানের শীষের দিকে তাকিয়ে আছে। আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত নেতা। এই আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন,শম্ভুপুরা ইউনিয়নের মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। নেতাকর্মীরাও বলেন,জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।