• ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

মদনপুরে সরকারি বিধি নিষেধ মেনেই জমে উঠেছে পশু হাট

মদনপুরে সরকারি বিধি নিষেধ মেনেই জমে উঠেছে পশু হাট

রবিবার, ১৮ জুলাই ২০২১, ০৯:৪৩ পূর্বাহ্ণ

মদনপুরে সরকারি বিধি নিষেধ মেনেই জমে উঠেছে পশু হাট। কাইয়ুম হোসাইন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ড ফুলহর সুপার মার্কেটের পিছনে সরকারি বিধি নিষেধ মেনেই জমে উঠেছে পশুর হাট। শনিবার সকালে পশুর হাট পরিদর্শনকালে দেখা যায় বিভিন্ন জেলা থেকে ছোট বড় মাঝারি ধরনের গরু ও ছাগল নিয়ে গো ব্যাপারীরা মদনপুর ফুলহর পশুর হাটে উপস্থিত হয়েছে। এসময় হাটের ইজারাদার অহিদুজ্জামান অহিদ বলেন, আমরা এখানে যে পশুর হাটটি স্থাপন করেছি তা সম্পূর্ণ সরকারী বিধি নিষেধ অনুযায়ী করোনা সংক্রমণ রোধে গণ জামায়াত এড়াতে হাটটিতে প্রবেশ ও বাহিরের জন্য আলাদা আলাদা রাস্তা ব্যবস্থা করেছি এবং প্রবেশপথে হাত দেওয়ার জন্য সাবান ও পানিসহ হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করেছি। ক্রেতা ও বিক্রেতা উভয়ের মুখে মাক্স নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে মাক্স বিতরণ ব্যবস্থা রয়েছে এছাড়াও সর্বদাই মাইকে স্বাস্থ্যসচেতনতার প্রচার অব্যাহত আছে পায়খানার জন্য রয়েছে ইসলামী এজেন্ট ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং সুবিধা সহ থাকা-খাওয়ার সুব্যবস্থা।