ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা দেয়া হচ্ছে সোনারগাঁয়।
শনিবার, ৭ আগস্ট ২০২১, ০১:২৪ অপরাহ্ণসোনারগাঁয়ে ওয়ার্ড পর্যায়ে আজ থেকে শুরু হয়েছে কোভিট-১৯ এর টিকাদান কর্মসূচী। সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়নে এর সাবেক ১ নং ওয়ার্ডে ৬০০ টিকাদান করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। প্রতি ইউনিয়ন এর ন্যায় মোগরাপাড়া ইউনিয়ন এর ১,২,৩ নং(সাবেক ১নং) ওয়ার্ডে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ৬০০ টিকা দেয়া হচ্ছে। প্রতি ওয়ার্ডে এ ২০০ করে মোট তিন ওয়ার্ডে ৬০০ টিকা দেয়া হবে। মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু জানান " সরকার থেকে দেয়া ৬০০ টিকা আজ ১,২ এবং ৩ নং ওয়ার্ডের জনগণ কে দেয়া হবে৷ পরবর্তীতে টিকা আসলে ৪,৫,৬ নং ওয়ার্ডে দেয়া হবে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ড এর টিকা দেয়া হবে। তথ্য মতে জানা যায় পরবর্তী টিকা দেয়ার কার্যক্রম ১৪ আগষ্টের পর থেকে শুরু হবে।