সনমান্দী ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ণ
সনমান্দী ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সনমান্দী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকালে দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। বিকেলে সনমান্দী ইউনিয়ন এ প্রেমের বাজার এলাকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনমান্দী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আবু সিদ্দিকএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন রিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক,সনমান্দী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম টিক্কা খাঁন,আওয়ামীলীগ নেতা মজিবুর মাষ্টার, আব্দুল গাফফার, শ্রমিকলীগের সদা সচিব মুকবিল,যুগ্মআহবায়ক আল আমিন,সুজন প্রমুখ।