গফরগাঁওয়ে বিএনপি নেতার দখল-চাঁদাবাজিতে অতিষ্ঠ হাজারো এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
গফরগাঁওয়ে বিএনপি নেতার দখল-চাঁদাবাজিতে অতিষ্ঠ হাজারো এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আজহারুল হক, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের দখলবাজ, চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার শেখভিটা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহিষমাতান বাজারে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করে। স্থানীয়দের অভিযোগ নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রধান ওরফে লালু মেম্বার ও তার ছোট ভাই আনিসুর রহমান শামীম এলকায় ত্রাস সৃষ্টি করে দখল ও চাঁদাবাজি করছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এসব ঘটনায় এলাকাবাসী ক্ষোভ জানিয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে। স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল হোসেন মানিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আকবর, কৃষকদলের সাবেক সহ সভাপতিসহ এলাকাবাসী অভিযোগ করে বলেন দখল, চাঁদাবাজি ও নানামুখী সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ভূক্তভোগী ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, লালু মেম্বার ও তার ভাই দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে জিম্মি করে দখলবাজি, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা আবুল কাসেম, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, পাগলা কৃষকদলের সাবেক সহ সভাপতি ইব্রাহিম প্রধান প্রমুখ। স্থানীয়রা জানান, সাধারন মানুষ দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে রাস্তায় এসে প্রতিবাদ জানান।