• ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাঙ্গা ব্রিজ সংস্কার

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাঙ্গা ব্রিজ সংস্কার

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ

ফয়সাল আহমেদ,সোনারগাঁও (নারায়ণগঞ্জ), 
নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার সনমান্দী অলিপুরা সড়কের পশ্চিম সনমান্দী এলাকায় অবস্থিত ব্রিজটির মাঝখানে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন৷
ব্রিজটির এই বেহাল দশা দেখে ২৫ আগষ্ট সোমবার সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী নেতা সাখাওয়াত হোসেন এর সার্বিক তত্বাবধানে ব্রিজটির সংস্কার কাজ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভুঁইয়া, সোনারগাঁ দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফেরদৌস,  সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি আব্দুস সাত্তার, সদস্য আমীর হামজা,হাফেজ হাফিজুল ইসলাম সহ আরো অনেকে।

২০ থেকে ৩০ টি গ্রামের কয়েক হাজার লোকজনের উপজেলার সাথে যোগাযোগের প্রধান সড়ক এটি৷ সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো আটোরিকশা, সিএনজি, চলাচল করে৷

 ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে গেছে এবং ব্রিজের মাঝখানে পলেস্তরা খসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে৷ কিছুদিন পূর্বে গর্তটি মেরামত করা হলেও আবার ভেঙে গেছে৷

জানা যায়,  বিএনপি'র সাবেক মন্ত্রী রেজাউল করিম ১৯৯১ সালে ব্রিজটি নির্মাণ করেন। ব্রিজটি দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে৷ এ ব্রিজটি দিয়ে ভারী যানবাহন চলাচল করে৷ যানবাহন পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে৷ ব্রিজটি ভেঙে দ্রুত নতুন ব্রিজ করা প্রয়োজন৷