• ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

টেপটেনিস বিপিএল খেলবে সোনারগাঁয়ের রাফসান রাজীব

টেপটেনিস বিপিএল খেলবে সোনারগাঁয়ের রাফসান রাজীব

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ

বাংলাদেশ টেপটেনিস বিপিএলে সিলেট ফাইটার্স এর হয়ে খেলবে সারাদেশে সুপরিচিত হার্ড হিটার ব্যাটসম্যান সোনারগাঁয়ের সন্তান রাফসান রাজিব। টেপটেনিস বিপিএল (টেপ টেনিস বল টুর্নামেন্ট বা বিপিএল) হলো একটি ক্রিকেট টুর্নামেন্ট, যা সাধারণ টেনিস বলকে ইলেকট্রিক টেপ দিয়ে মুড়ে তৈরি করা “টেপ টেনিস বল” দিয়ে খেলা হয়। এটি মূলত একটি অনানুষ্ঠানিক খেলা, যা স্থানীয়ভাবে জনপ্রিয় এবং ক্রিকেট বলের চেয়ে হালকা ও মসৃণ হওয়ায় খেলোয়াড়দের জন্য কম ঝুঁকিপূর্ণ। রাফসান রাজিব বলেন, দীর্ঘদিন যাবৎ আমি সারাদেশে টেপটেনিস ক্রিকেট খেলে আসছি। সাদাব সুলতান ফাউন্ডেশন এর হয়ে খেলে একাধিকবার সোনারগাঁকে বিজয় এনে দিয়েছি। এই ক্রিকেট খেলার মাধ্যমে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ নতুন প্রজন্মের কাছেও বেশ সুপরিচিত লাভ করেছে। আসছে টেপটেনিস বিপিএলে সিলেট ফাইটার্স এর হয়ে খেলবে রাজিব তাই সে সোনারগাঁবাসীর কাছে দোয়া চেয়েছেন। সাদাব সুলতান ফাউন্ডেশন এর চেয়ারম্যান আল মাহমুদ সানি বলে রাফসান রাজিব আমাদের সোনারগাঁওয়ের গর্ব। রাজিব টেপাটেনিস বিপিএলে সিলেট ফাইটার্স এর হয়ে খেলার সুযোগ পেয়েছে তার জন্য শুভকামনা রইলো।