• ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ণ

আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় মোহাম্মদ (৪) নামে এক শিশুর ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোফাজ্জলের ছেলে মোহাম্মদ সকালে বাড়ির পেছনের ডোবার কাছে ভাইদের সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গেলে সন্ধান মেলেনি। পরে দুপুর ১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।