মুন্সিগঞ্জে নিহত শিবচরের ২ ছাত্রদল নেতার বাড়িতে মাতম
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:১৯ অপরাহ্ণ
যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মাদারীপুরের শিবচরের দুই ছাত্রদল নেতার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও পাড়া প্রতিবেশি। নিহত আহমেদ রোমান (৩২) মাদারীপুরের শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক ও মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে এবং মুজিবুল হক দুর্জয় (৩২) পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদল নেতা ও স্বজন ও এলাকাবাসী জানায়, সোমবার রাত ১১টার দিকে ব্যক্তিগত কাজ শেষে রাজধানী ঢাকা থেকে মাদারীপুরের শিবচরে ফিরছিলেন ছাত্রদল নেতা আহমেদ রোমান ও তার বন্ধু মুজিবুল হক দুর্জয়। যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় পেছন থেকে এক কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান দুই ছাত্রদল নেতা। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জের হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।