ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে জাকির খানের নির্দেশে সুমন মাহমুদের পরিচ্ছন্নতা ও স্প্রে অভিযান
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ণ
সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের ফতুল্লাতেও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং মশা নিধনে ফতুল্লার মাসদইরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের নির্দেশে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় মশা নিধনে বিভিন্ন স্থানে স্প্রে ছিটানো এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ (মঙ্গলবার) এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে মাসদাইর এলাকার বিভিন্ন নালা ও আবর্জনায় মশা নিধনের জন্য স্প্রে ছিটানো হয়। পাশাপাশি, এলাকাবাসীকে তাদের বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক এবং এনায়েতনগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী সুমন মাহমুদ এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, “আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। অচিরেই আমরা প্রতিটি এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ ছিটানোর ব্যবস্থা করব।” হাজী সুমন মাহমুদ আরও উল্লেখ করেন, “এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এডিস মশার বিস্তার রোধ করতে প্রতিটি বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অপরিহার্য। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।” এই উদ্যোগ ডেঙ্গু মোকাবিলায় এলাকাবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে এবং মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।