মাকসুদ চেয়ারম্যানের প্রভাবে বন্দরে জমি দখলের অভিযোগ
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওডালা এলাকায় আতাউল্লাহ ও তার ওয়ারিশদের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি সবির, সর্গ, লাকি ও সুমি নামের একদল ব্যক্তি আতাউল্লাহ ও তার পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছে এবং তাদের জমি জোরপূর্বক দখল করে সেখানে বসতি স্থাপন করছে। অভিযোগ রয়েছে, এই দখলদার চক্রটি স্থানীয় প্রভাবশালী রাজনীতিক মাকসুদ চেয়ারম্যানের নাম ও প্রভাব ব্যবহার করছে। তারা নিজেদের মাকসুদ চেয়ারম্যানের “ভাগিনা” পরিচয় দিয়ে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে আতাউল্লাহ ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জানিয়েছেন, বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসী বলেন, “মাকসুদ চেয়ারম্যানের নাম ভাঙিয়ে কিছু লোক দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। আমরা চাই প্রশাসন যেন দ্রুত এই ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।” ভুক্তভোগী আতাউল্লাহ ও তার পরিবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, যাতে তারা নিরাপদে নিজেদের পৈতৃক সম্পত্তিতে বসবাস করতে পারেন এবং দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

