সোনারগাঁয়ে সংগ্রামী ছাত্রদল নেতা শাহজালাল: অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠস্বর
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তরুণ নেতা মোহাম্মদ শাহজালাল। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর ন্যায়ের পক্ষে অবস্থানের জন্য পরিচিত ছিলেন। সোনারগাঁ সরকারি কলেজে পড়াশোনার সময়ই শাহজালাল যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনপি)-এর রাজনীতিতে। ছাত্রজীবনের শুরু থেকে তিনি সক্রিয়ভাবে দলের আদর্শ ছড়িয়ে দিতে কাজ করেছেন। পরবর্তীতে তিনি সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে। দলের কর্মসূচি বাস্তবায়নে সবসময় তিনি ছিলেন সামনের সারিতে—গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হোক বা অন্যায়ের প্রতিবাদে রাজপথের লড়াই, শাহজালাল ছিলেন সাহসের প্রতীক। এই পথ চলা সহজ ছিল না। একাধিকবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাভোগ করতে হয়েছে তাকে। তবুও দমে যাননি তিনি। দলের কর্মীদের ভালোবাসা আর জনগণের আস্থাই তাকে আরও দৃঢ় করেছে। রাজনীতির পাশাপাশি শাহজালাল যুক্ত আছেন সমাজসেবামূলক কাজে। দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক উদ্যোগে তার ভূমিকা প্রশংসিত হচ্ছে। তিনি বিশ্বাস করেন, “গণতন্ত্রের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না।” তরুণ এই নেতা এখন কাজ করছেন এমন এক সমাজ গঠনের স্বপ্ন নিয়ে, যেখানে রাজনীতি মানে হবে জনগণের কল্যাণ ও ন্যায়ের প্রতিষ্ঠা। সোনারগাঁয়ের তরুণদের কাছে আজ মোহাম্মদ শাহজালাল শুধু একজন রাজনীতিক নন, বরং এক অনুপ্রেরণার নাম।

