• ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

মহান বিজয় দিবস উপলক্ষে সনমান্দীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে সনমান্দীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে সনমান্দীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সনমান্দীতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর সনমান্দী হাছান খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এর সভাপতি মফিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা হারুন প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ওয়ায়েজকুরুনি, সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম, মোঃ আনোয়ারুল, মোঃ সেলিম, মোঃ তমিজউদদীন, মোঃ সৈকতসহ আরও অনেকে। খেলায় বড় দল ও ছোট দল অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে বড় দল বিজয় লাভ করে। খেলা শেষে অতিথিরা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।