১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মোসলেহউদ্দিন
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মোসলেহউদ্দিন মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোসলেহউদ্দিন। তিনি সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং সনমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। এই বিজয় দিবস আমাদের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা দেয়।” তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

