সাত দিনব্যাপী ভ্রাম্যমান গরু মোটাতাজা করন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান।
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ণ
সোনারগাঁয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সাত দিনব্যাপী ভ্রাম্যমান গরু মোটাতাজা করন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় পরিচালিত অপ্রাতিষ্ঠানিক যুব উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সাত দিনব্যাপী ভ্রাম্যমান গরু মোটাতাজা করন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মোট ৩০ জন যুব পুরুষ ও যুব নারী অংশগ্রহণ করছেন। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ধন্দী বাজার এলাকায় এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের বিষয়বস্তু হিসেবে গবাদি পশু, হাঁস - মুরগি পালন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর সোনারগাঁ, নারায়ণগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সুলতান মাহমুদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাঃ সানাউল্লাহ বেপারী, সভাপতি-যুব উন্নয়ন সংস্থা ও টিম লিডার, আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা । আরও উপস্হিত ছিলেন মো.মফিজুল ইসলাম, প্রশিক্ষণ ট্রেইনার, ও উদ্বোক্তা মো. রাজু আহমেদ, । প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন মো. আরিফ, হাবিবা আক্তার আখি ও মো. আলামিন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, এ ধরনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মসূচি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পাশাপাশি বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বাস্তবমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ সম্পন্নকারীদের সরকারিভাবে সার্টিফিকেট প্রদান এবং অসচ্ছল যুব খামারিদের সরকারিভাবে ঋণ সহায়তা দেওয়ার কথাও জানানো হয়।

