বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জোবায়ের আহমেদ সামি
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জোবায়ের আহমেদ সামি মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ জোবায়ের আহমেদ সামি। তিনি বারদী ইউনিয়ন বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক এবং বারদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। বিজয়ের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জোগায়। দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

