মজহমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ণ
সোনারগাঁ উপজেলার ১৭নং মজহমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ফজলে রিমন, চন্দন ভুঁইয়া, সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাবিল সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়।

