• ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ে ট্রলার ডুবির ঘটনায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সোনারগাঁয়ে ট্রলার ডুবির ঘটনায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রলার ডুবির ঘটনায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে ট্রলার ডুবিতে উমায়েরের মৃত্যুর ঘটনায় নিরীহ এলাকাবাসীকে আসামি করে মামলা করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (বিকেল) উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ ডিসেম্বর মধ্যরাতে মেঘনা নদী পারাপারের সময় ঘন কুয়াশার কবলে পড়ে একটি ট্রলার। এ সময় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অন্য যাত্রীরা নিরাপদে উঠতে পারলেও উমায়ের সাঁতার না জানায় পানিতে তলিয়ে নিখোঁজ হন। ঘটনার তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। বক্তারা আরও অভিযোগ করেন, এই দুর্ঘটনার পর নিহত উমায়েরের মা বাদী হয়ে এলাকার নিরীহ মানুষদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও হয়রানিমূলক। এলাকাবাসীর দাবি, এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করতে হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল চর কিশোরগঞ্জ এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।