• ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ে একটি অটো গ্যারেজ থেকে অটো চুরির ঘটনা ঘটেছে

সোনারগাঁয়ে একটি অটো গ্যারেজ থেকে অটো চুরির ঘটনা ঘটেছে

সোমবার, ৫ জুলাই ২০২১, ০২:২৮ অপরাহ্ণ

রবিবার দিবাগত রাত্রে সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়ন শিরাব গ্রামে মসজিদের দক্ষিণ পাশে সাদেক হুজুরের গ্যারেজে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী অটো গ্যারেজ মালিক সাদেক হুজুর জানায়, শিরাব গ্রামে মসজিদের দক্ষিণ পাশে আমার একটি অটো রিক্সার গ্যারেজে রয়েছে। প্রতিদিনের মত আজ ও তিনি গ্যারেজে বিভিন্ন মালিকের ২টি অটো ও ৫ টি ব্যাটারি চালিত রিক্সা রাখাছিল। আর গ্যারেজের দক্ষিণ পাশে আমার বাড়ি। আজ রাতে সবগুলো অটো ও রিক্সা রেখে রাত ১টা দিকে গ্যারেজের গেইটে দুইটি তালা লাগাইয়া রুমে ঘুমাইতে যান। ফজরের আজান শুনে ঘুম থেকে নামাজ পড়ার জন্য উঠি, রুম হতে বাহির হইতে চেষ্টা করিলে দেখতে পাই আমার কক্ষের দরজায় আটকানো। আমি আমার ভাড়াটিয়াকে ফোন দেই, ভাড়াটিয়া এসেছে দরজা খুলে। বাহির হইয়া দেখেন গ্যারেজের গেট খোলা। তালা কেটে একদল সংঘবদ্ধ অজ্ঞাত চোর গ্যারজের ভিতর প্রবেশ করে গ্যারেজ হতে ২ টি অটো চুরি করিয়া নিয়ে গেছে।