• ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ের সনমান্দীর পোশাক শ্রমিক সুমি নিখোঁজ

সোনারগাঁয়ের সনমান্দীর পোশাক শ্রমিক সুমি নিখোঁজ

সোমবার, ৩০ আগস্ট ২০২১, ১১:৫৩ অপরাহ্ণ

ফয়সাল আহমেদঃ মোসাঃ সুমি আক্তার (২২) পিতা আব্দুল মতিন,সাভার উত্তর তালবাগ,ব্যাংক কলোনী ছাপড়া সমাজ এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানায় সুমির মা,এবং ঐ এলাকায় বাসায় ভাড়া নিয়ে থাকতেন সুমি। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দীর আব্দুল মতিন মিয়ার বড় মেয়ে,গত ২৫ আগস্ট ২১ইং তারিখে সাভার থেকে বাড়ির উদ্দেশ্য রওয়ানা হয়। রওনা হবার সময় মোবাইল ফোনে তার মা হালিমা বেগমকে জানান সুমি,। পড়ে রাতে মেয়ের আসতে দেড়ি দেখে হালিমা বেগম নিজেই সুমিকে ফোন করে কিন্তু সেই সময় সুমির মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। পরে তিনি বিভিন্ন মাধ্যমে আত্মীয় স্বজনের বাড়িতে খোজ খবর নেয়ার চেস্টা করেন সুমির মা কিন্তু কোন প্রকার সন্ধান,না পাইয়া এ ব্যপারে সাহাবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।