সোনারগাঁওয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা ও ১৯ দফার বুকলেট বিতরণ
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
সোনারগাঁও উপজেলার কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কাজী ফজলুল হক উইমেন্স কলেজে শিক্ষক ও ছাত্রীদের তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং জিয়াউর রহমান-এর ১৯ দফার সংযোজনে “আগামীর অগ্রনায়ক” শীর্ষক বুকলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল তিনি তার বক্তব্যে বলেন,“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও বিএনপির ৩১ দফা কর্মসূচি হচ্ছে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা। ছাত্রসমাজকেই এই রূপরেখা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী পরিবর্তনের নেতৃত্ব ছাত্ররাই দেবে—এটাই আমাদের বিশ্বাস।” তিনি আরও বলেন,“বর্তমান স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ৩১ দফা ও ১৯ দফা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের রূপরেখা, আর এই রূপরেখা বাস্তবায়নে ছাত্রদলই হবে অগ্রভাগে।” কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্রার সাদিয়া, সাধারণ সম্পাদক সামিয়া জামান সুজানা, সাংগঠনিক সম্পাদক আনিশা, ছাত্রদল নেত্রী শান্তা খন্দকার, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, অহনা আক্তারসহ অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা বলেন, ছাত্রদল সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা আরও শক্তিশালীভাবে অব্যাহত থাকবে।