এইচএসসিতে কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ড. আতাউর রহমানের
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান এইচএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “এই সাফল্য শুধু আপনাদের নয়, এটি আপনার পরিবার ও শিক্ষকদের গর্বের বিষয়। শিক্ষার আলোই জীবনে প্রগতি ও উন্নয়নের মূল চাবিকাঠি।” ড. আতাউর রহমান আরও যোগ করেন, “এই সাফল্যকে উদ্দীপনা হিসেবে ধরে আগামীর লক্ষ্য অর্জনে অগ্রসর হোন। রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।” শিক্ষার্থীরা জানান, চেয়ারম্যানের শুভেচ্ছা তাদের আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের প্রতি উদ্দীপনা আরও শক্তিশালী করেছে।