নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেন ব্যাপক আলোচনায়
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমন সম্ভাবনা থাকলেও বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করবে দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছার উপর। এদিকে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনকে ঘিরে নির্বাচনমুখী প্রচারণায় কয়েকজন প্রার্থীর কার্যক্রম দেখা মিললেও ক্রমাগত দীর্ঘ হচ্ছে সম্ভাব্য এমপি প্রার্থীর তালিকা। তবে ভোটারদের কাছে ব্যাপক আলোচনায় রয়েছেন মোঃ মাকসুদ হোসেন এবং বিশ্বস্ত সূত্র মারফত জানা যায়, তিনি এই আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হবার ইচ্ছে ব্যক্ত করে যাচ্ছেন। তার বিষয়ে আরো জানা গেছে, তিনি মুছাপুর ইউনিয়ন পরিষদ থেকে ৩ বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং ২০২৪ সালে অনুষ্ঠিত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জানা গেছে, অতি সম্প্রতি মাকসুদ হোসেন তিনি তার ব্যক্তিগত অর্থায়ণে বন্দরের নবীগঞ্জ স্ট্যান্ড থেকে মিনারবাড়ি সড়ক, ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার থেকে চাঁন মার্কেট পর্যন্ত সড়ক ও মিনারবাড়ি থেকে লাঙ্গলবন্দ সড়ক এই ৩টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন গর্ত ও খানাখন্দ ভরাট এবং সড়ক ৩টি সংস্কার করে দিয়ে গাড়িচালক, যাত্রীসাধারণ ও জনগণের মন জয় করে নিয়েছেন। তাছাড়া ব্যক্তিগত অর্থায়ণে বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু রাস্তা, ছোট ছোট ব্রিজ ও ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ ও সংস্কার, অসহায়দেরকে ঘর নির্মাণ করে দেয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ও মন্দিরের কল্যাণে আর্থিক সহায়তা এবং অসুস্থদেরকে চিকিৎসা সহায়তা ও খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এই আসনের জনগণের কাছে মাকসুদ হোসেনের একটি পজিটিভ অবস্থান সৃষ্টি হয়েছে। এজন্য এ আসনের সাধারণ ও সচেতন জনগণ তাকে পছন্দ করছেন এবং স্বতন্ত্র প্রার্থী হবার বিষয়ে মাকসুদ হোসেনকে পরামর্শ দিচ্ছেন সাধারণ জনগণ ও তার কর্মী সমর্থকরা। জানা গেছে, বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭টি ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনটি গঠিত। যেখানে সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী প্রায় ৪ লাখ ৭৭ হাজার ৯০০ ভোটার রয়েছে।