চাকসু নির্বাচন এক ঘষাতেই আঙুলের কালি উঠে যাচ্ছে, অভিযোগ ছাত্রদলের জিএস প্রার্থীর
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০১:৫২ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটগ্রহণের সময় ভোটার শনাক্তে ব্যবহৃত আঙুলের অমোচনীয় কালি এক ঘষাতেই মুছে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী মো. শাফায়াত হোসেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কলা ও মানববিদ্যা অনুষদের ৩১২৪ নম্বর কক্ষে ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। তার অভিযোগ, ভোট দেওয়ার পর আঙুলে লাগানো অমোচনীয় কালি সহজেই উঠিয়ে ফেলা সম্ভব হচ্ছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি বলেন, এক ঘষাতেই আঙুল থেকে কালি উঠে যাচ্ছে। এটি অমোচনীয় কালি হওয়ার কথা, কিন্তু বাস্তবে সেটি হচ্ছে না। এভাবে তো একজন বারবার ভোট দিতে পারে। তবে ভোটগ্রহণ কেন্দ্রের পরিবেশ সম্পর্কে শাফায়াত বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ। মাত্র একটি ট্রেন ক্যাম্পাসে এসেছে। ভোটার উপস্থিতি কম, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা আসতে পারেন। ঘটনাস্থলে থাকা নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, যদি কালি উঠে যায়, তবুও শিক্ষার্থীদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে। তাই একাধিকবার ভোট দেওয়ার সুযোগ নেই। তবে ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আঙুলের কালি উঠে যাওয়ার মতো ঘটনা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে। নির্বাচন নিয়ে আগে থেকেই নানা বিতর্ক ও সন্দেহ ছিল, এ ধরনের ঘটনা তা আরও জোরালো করছে বলে মনে করছেন তারা।