সোনারগাঁয়ে ছাত্রদল নেতা মোহাম্মদ শাহজালালের অর্থায়নে ১ কিঃমিঃ সড়ক সংস্কার
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অলিপাড়া থেকে কাজীপাড়া ব্রীজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ দুর্ভোগে পরে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সোনারগাঁ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী শাহজালালের উদ্যোগে ১ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করা হয়। বারদি আশ্রম সহ বিভিন্ন পর্যটন স্থান, একটি উচ্চ বিদ্যালয়, একটি সরকারি স্কুল, একটি মাদ্রাসা ও একটি হাসপাতাল এই রাস্তায় থাকায় প্রতিদিন দূর্ঘটনার মুখে পড়তে হতো অনেককেই। রাস্তার সংস্কারের জন্য সরকারি দপ্তরে গিয়েও কোন সুরাহ মেলেনি বলে জানান এলাকাবাসী। এসময় সকাল ৯ টায় অলিপাড়া এলাকায় মাদ্রাসার শিক্ষার্থী, এলাকার সর্বসাধারন ও মুরুব্বিদের নিয়ে রাস্তা সংস্কারের উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধন শেষে সোনারগাঁ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী শাহজালাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ উপজেলা ছাত্র দলের নিজস্ব অর্থায়নে জনগণের চলাচলের অসুবিধার্থে ১ কিলোমিটার রাস্তার সংস্কার শুরু করেছি। আপনার জানেন বাংলাদেশে বারদি আশ্রম অতিপরিচিত এখানে বারদি আশ্রমসহ বিভিন্ন পর্যটন স্থান রয়েছে সেখানে বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ এখানে দিয়ে যাতায়াত করে। এলাকাবাসী এ রাস্তার সংস্কারের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে গুরে কোন সুরাহ পায়নি তাই আমরা ছাত্রদলের সদস্যরা মিলে নিজস্ব অর্থায়নে আজ রাস্তা হচ্ছে। আমরা চাই স্বনির্ভর ও যুগোপযোগী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করতে পারে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ছাত্রদল এ কাজগুলো করতে ইচ্ছা পোষণ করেছি। আমরা এলাকার ছোট বড় সকলে মিলে এ কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা একটা সুন্দর রাষ্ট্র দেখতে চাই। তাই তারেক রহমানের নির্দেশে আমরা স্কুলের ছাত্র, এলাকাবাসী, হাসপাতাল সহ সর্বস্থরে সহযোগিতা জন্য পাশে থাকবো। সড়কের উদ্বোধন শেষে বিভিন্ন স্থানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন করল।