• ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

ইয়াবা-গাঁজাসহ স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার

ইয়াবা-গাঁজাসহ স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ণ

ফরিদপুর মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০) ইয়াবা ও গাঁজাসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় মোবাইল কোর্ট তাকে পনেরো দিনের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। অভিযান সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের উপস্থিতিতে সম্প্রতি শহরের গুহ লক্ষিপুর মহল্লায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় জনৈক রতন ঢালীর রিকশা গ্যারেজের সামনে থেকে পঞ্চাশ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান মোবাইল কোর্টে শাহরিয়ার আহমেদ খান নিজামিকে ১৫ দিনের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর তাকে কারাগারে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আসামিকে ইয়াবা এবং গাজা সেবনরত অবস্থায় গ্রেফতার করে পনেরো দিনের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন কোতোয়ালি থানায়।